ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

কুয়েতে প্রবাসী ভাতা চালু করার দাবী

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেটের সময় : ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
  • / ১০৬০ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি কুয়েত কর্তৃক আয়োজিত কুয়েত প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধান কল্পে আলোচনা সভার আয়োজন করা হয় গতকাল রাত ৮:৩০ মিনিট কুয়েত সিটিস্হ রাজধানী হোটেলে ।

সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভূলু’র উপস্হাপনায় প্রধান অতিথী ছিলেন মো: আনিসুজামান( দূতালয় প্রধান)কাউন্সিলর (পোল) মন্চে ছিলেন জালালবাদ স্পোটিং ক্লাবের সভাপতি মো: শওকত আলী,খুলনা ক্লাবের হাফেজ উদ্দিন সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্ধ ।
কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফ্যামিলী ফোরামের সভাপতি আব্দুল হাই, দেশদিগন্ত অনলাইন ও দৃষ্টিনন্দন সিলেটের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু , বরিশাল সমিতির পক্ষ থেকে কোরবান আলী, চাঁদপুর সমিতির পক্ষ থেকে কবির আহমেদ, চট্রগ্রাম সমিতির পক্ষ থেকে তৌহিদ আহমেদ , কুমিল্লা সমিতির পক্ষ থেকে কামাল হাসান, সিলেটের পক্ষ থেকে মাহফুজ আহমেদ প্রমূখ ।
প্রবাসীদের সমস্যা সমাধানের দাবী উপস্হাপন করে বক্তব্য রাখেন সদস্য সচিব রফিকুল ইসলাম ভূলু – (১)কুয়েতে নতুন করে শ্রমিক আনার প্রয়োজন আছে কি না, (২) আকামা বিহীন বা অতিরিক্ত শ্রমিক থেকে থাকলে তাদের সৃস্ট সমাধানের করা । (৩) লামানা বা বিশেষ পদ্ধতির ভিসা ইসুৎ বন্ধ করে সরাসরি কোম্পানীগুলোর প্রয়োজনীয় ভিসা ইসুৎ করা ।(৪) কমপক্ষে ৫ বছর পূর্ন মেয়াদে চুক্তিনামা স্বাক্ষর করতে হবে ।(৫) চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বে শ্রমিকদের ফেরত পাঠাতে হলে ৫ বছর নেতাদের বেতন ও এয়ার টিকেট সহ ফেরত পাঠাতে দিতে হবে ।(৬)এয়ারপোর্টে নামার সাথে সাথে একটি আইডি কার্ড প্রধান করতে হবে ।(৭)শ্রমিকদের বেতন ব্যংকে দেওয়ার কথা থাকলেও, ব্যাংকের কার্ড কোমেপানীর হাতে রেখে দিয়ে হয়রানী বন্ধ করতে হবে ।(৮)দুই দেশের সরকার অনুমোদিত লাইসেন্সধারীগণ শ্রমিক আনতে এবং পাঠাতে পারবে, তাদের নাম ঠিকানা ছবিসহ দূতাবাসে লাগানো থাকবে ।(৯) ব্যাংকের লোনসহ প্রবাসীদের নানাবিদ সুযোগ-সুবিদা পাওয়ার লক্ষ্যে একজন প্রতিনিধি প্রেরন করা যেতে পারে ।
দাবী-দাওয়ার প্রতিউত্তরে প্রধান অতিথীর বক্তব্য মো: আনিসুজামান (দূতালয় প্রধান)বলেন আপনাদের দাবীসমূহ আমি শুনলাম এবং আপনাদের দাবী-দাওয়াসমুহ পেপার আমি রাষ্ট্রদূত মহোদয়ের অনুমোদনক্রম বাংলাদেশ মন্ত্রনালয়ে পাটাবো ।
তবে আপনাদের স্বরনে থাকতে হবে যে দেশে থাকবেন সেই দেশের আঈনকে সম্মান রেখেই চলাফেরা করবেন । মনে রাখবেন আপনাদের চলাফেরা দেশের মূখ উজ্জল করবে এবং সন্মান বহে আনবে ।

পোস্ট শেয়ার করুন

কুয়েতে প্রবাসী ভাতা চালু করার দাবী

আপডেটের সময় : ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি কুয়েত কর্তৃক আয়োজিত কুয়েত প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধান কল্পে আলোচনা সভার আয়োজন করা হয় গতকাল রাত ৮:৩০ মিনিট কুয়েত সিটিস্হ রাজধানী হোটেলে ।

সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভূলু’র উপস্হাপনায় প্রধান অতিথী ছিলেন মো: আনিসুজামান( দূতালয় প্রধান)কাউন্সিলর (পোল) মন্চে ছিলেন জালালবাদ স্পোটিং ক্লাবের সভাপতি মো: শওকত আলী,খুলনা ক্লাবের হাফেজ উদ্দিন সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্ধ ।
কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফ্যামিলী ফোরামের সভাপতি আব্দুল হাই, দেশদিগন্ত অনলাইন ও দৃষ্টিনন্দন সিলেটের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু , বরিশাল সমিতির পক্ষ থেকে কোরবান আলী, চাঁদপুর সমিতির পক্ষ থেকে কবির আহমেদ, চট্রগ্রাম সমিতির পক্ষ থেকে তৌহিদ আহমেদ , কুমিল্লা সমিতির পক্ষ থেকে কামাল হাসান, সিলেটের পক্ষ থেকে মাহফুজ আহমেদ প্রমূখ ।
প্রবাসীদের সমস্যা সমাধানের দাবী উপস্হাপন করে বক্তব্য রাখেন সদস্য সচিব রফিকুল ইসলাম ভূলু – (১)কুয়েতে নতুন করে শ্রমিক আনার প্রয়োজন আছে কি না, (২) আকামা বিহীন বা অতিরিক্ত শ্রমিক থেকে থাকলে তাদের সৃস্ট সমাধানের করা । (৩) লামানা বা বিশেষ পদ্ধতির ভিসা ইসুৎ বন্ধ করে সরাসরি কোম্পানীগুলোর প্রয়োজনীয় ভিসা ইসুৎ করা ।(৪) কমপক্ষে ৫ বছর পূর্ন মেয়াদে চুক্তিনামা স্বাক্ষর করতে হবে ।(৫) চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বে শ্রমিকদের ফেরত পাঠাতে হলে ৫ বছর নেতাদের বেতন ও এয়ার টিকেট সহ ফেরত পাঠাতে দিতে হবে ।(৬)এয়ারপোর্টে নামার সাথে সাথে একটি আইডি কার্ড প্রধান করতে হবে ।(৭)শ্রমিকদের বেতন ব্যংকে দেওয়ার কথা থাকলেও, ব্যাংকের কার্ড কোমেপানীর হাতে রেখে দিয়ে হয়রানী বন্ধ করতে হবে ।(৮)দুই দেশের সরকার অনুমোদিত লাইসেন্সধারীগণ শ্রমিক আনতে এবং পাঠাতে পারবে, তাদের নাম ঠিকানা ছবিসহ দূতাবাসে লাগানো থাকবে ।(৯) ব্যাংকের লোনসহ প্রবাসীদের নানাবিদ সুযোগ-সুবিদা পাওয়ার লক্ষ্যে একজন প্রতিনিধি প্রেরন করা যেতে পারে ।
দাবী-দাওয়ার প্রতিউত্তরে প্রধান অতিথীর বক্তব্য মো: আনিসুজামান (দূতালয় প্রধান)বলেন আপনাদের দাবীসমূহ আমি শুনলাম এবং আপনাদের দাবী-দাওয়াসমুহ পেপার আমি রাষ্ট্রদূত মহোদয়ের অনুমোদনক্রম বাংলাদেশ মন্ত্রনালয়ে পাটাবো ।
তবে আপনাদের স্বরনে থাকতে হবে যে দেশে থাকবেন সেই দেশের আঈনকে সম্মান রেখেই চলাফেরা করবেন । মনে রাখবেন আপনাদের চলাফেরা দেশের মূখ উজ্জল করবে এবং সন্মান বহে আনবে ।