আপডেট

x


কুয়েতে একই পরিবারের ৫ জনের মৃত্যুতে রুহের মাগফেরাত চেয়ে সিলেটবাসীর দোয়া মাহফিল

রবিবার, ১৯ নভেম্বর ২০১৭ | ১২:২১ পূর্বাহ্ণ | 1054 বার

কুয়েতে একই পরিবারের ৫ জনের মৃত্যুতে রুহের মাগফেরাত চেয়ে সিলেটবাসীর  দোয়া মাহফিল

কুয়েতের সালমিয়াতে গত ১৬অক্টোবর কুয়েত সময় দুপুর প্রায় ১ঘটিকায় মর্মান্তিক র্দুঘটনায় কুয়েত প্রবাসী জুনায়েদ আহমেদের সালমিয়া এলাকার বাসায় ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রবাসী জুনায়েদের স্ত্রী ও চার সন্তান সহ পরিবারের ৫জন ,শুধু বেঁচে যান উনি । র্দুঘটনার সেই সময় জুনায়েদ ছিলেন কর্মস্থলে। অগ্নিকাণ্ডের ঘটনায় কুয়েত প্রবাসী জুনায়েদ পরিবারের ৫সদস্যের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে বাকরুদ্র হয়ে পড়ে দেশ- বিদেশের সকল প্রবাসীরা । হৃদয় বিদারক সেই ঘটনা এখন কুয়েত প্রবাসীরা ভূলতে পারছে না । গত ১৭ নভেম্বর ২০১৭ইং রোজ শুক্রবার রাত ৮টায় বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলা’র কমলগঞ্জে বাসিন্দা জুনায়েদ আহমেদ এর পরিবারের পাঁচ সদস্যর মৃত্যতে কুয়েতে অবস্হানরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসী দোয়া মাহফিলের আয়োজন করে রাজধানী হোটেলে । বিশিষ্ট ব্যাবসায়ী আকবর হোসেন ও আশরাক আলী ফেরদৌস এবং আয়োজকদের অন্যতম মোরাদুল হক চৌধুরীর যৌথ সন্চালনায় দোয়া মাহফিলে শরিক হয়ে প্রধান অতিথী ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম . বিশেষ অতিথী ছিলেন কাউন্সিলর (শ্রম) আব্দুল লতিফ খান. প্রথম সচিব (পাসপোর্ট) জহিরুল ইসলাম খান.বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুল খালিক চৌধুরী.বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব হাজী জোবায়ের আহমেদ . বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, জাতীয়পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কুয়েত রাজ্য শাখা’র সভাপতি মাহমুদ আলী হাজ্জী,বিশিষ্ট ব্যাবসায়ী ও জাতীয়তাবাদী দল কুয়েত কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক আবুল হাসেম এনাম,বাংলাদেশ কমিউনিটির সাধারন সম্পাদক ফয়েজ কামাল আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির একাংশের সভাপতি সাদেক হোসেন. অপর দুই অংশের দুই সভাপতি যথাক্রমে আতাউল গনী মামুন ও আব্দুর রউফ মৌলা . শাহ নেওয়াজ নজরুল , সংগঠক এম ফয়সাল আহমেদ, ইসমাইল আহমেদ,জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সাধারন সম্পাদক হযরত আলী, জামাল উদ্দিন, মোর্শেদ আলম,আজাদুর রহমান আজাদ জালালাবাদ স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক নুরুল আমিন জয়নাল প্রমূখ । দোয়া পরিচালনা করেন মাওলানা কাওছাৱ আহমদ সেলিম-মাওলানা কাওছাৱ আহমদ কয়েছ-মাওলানা মাহমুদ ৱহমান মাওলানা আব্দুল আহাদ। কুয়েতে এ মর্মান্তিক এ ঘটনায় মৃত্যুবরণকারী পাঁচ সদস্যের রূহের মাগফেরাত চেয়ে মোনাজাত করা হয় । দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে সর্বোত্তম ভাবে সফল করার লক্ষে সর্বাত্মক চেষ্টা করেছেন, মুরাদুল হক চৌধুরী, শেখ নিজামুর রহমান টিপু ,জাহিদুল হক, হোসেন মুরাদ চৌধুরী, আনহার আলী, বাবুল মিয়া,আবুল বাশার । দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য সদ্য মৃত্যুবরণকারী পরিবারের পাঁচ সদস্যের রূহের মাগফেরাত কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া করার জন্য আহ্বান জানান।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com