কুয়েতে আরও জনশক্তি রপ্তানি করতে প্রস্তুত
- আপডেটের সময় : ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / ২৫০ টাইম ভিউ
কুয়েতে আরও জনশক্তি রপ্তানি করতে প্রস্তুত।
কুয়েতে আরও বাংলাদেশী জনশক্তি রপ্তানি করতে প্রস্তুত বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান।
সম্প্রতি বাংলাদেশ দূতাবাসে, কুয়েত জনশক্তি মন্ত্রনলায়ের মহাপরিচালক ড. মোবারক আল আজমী ও তার প্রতিনিধিদলের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, তার দেশ বাংলাদেশ কুয়েত রাজ্যে জনশক্তি, বা জনবল দিতে সব সময় প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশী শ্রমিক নিয়োগে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার কথা আশাবাদ ব্যক্ত করেন। দেশটির স্হানীয় কুয়েত টাইমস তথ্যসূত্র – জানিয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান, তার দেশ থেকে অধিক জনশক্তি, কর্মী নিয়োগে দুই দেশের আগ্রহের ওপর জোর দেন এবং শ্রমিক নিয়োগে বাংলাদেশের শতাংশ বৃদ্ধি করার কথাও জানান।
অপর দিকে কুয়েত জনশক্তি মন্ত্রনলায়ের প্রতিনিধি দল, কুয়েত ও বাংলাদেশের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করে সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার নিশ্চিত করেন।