মৌলভীবাজার প্রতিনিধিঃ দেশের জনপ্রিয় গাজী টেলিভিশন ( জিটিভি), যুক্তরাজ্যের চ্যানেল এস ও সিলেটের দৈনিক উত্তরপূর্বের সৌদিঅারব প্রতিবেদক সেলিম আহমেদ সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।
জানা যায়, (৩০ অক্টোবর) বুধবার জেলার একটি অনুষ্ঠান থেকে কু্লাউড়ায় ফেরার পথে বিকেলে সাড়ে ৪টায় কুলাউড়া -মৌলভীবাজার সড়কের কৌলা নামক স্থানে মোটরবাইক যাত্রা পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়াল ঘেষে পড়ে গিয়ে গুরুতর অাহত হন। খবর পেয়ে সহকর্মী সাংবাদিক তাজুল ইসলাম ও অাশরাফুল ইসলাম দ্রুত দূর্ঘটনাস্থলে পৌঁছে সেলিম অাহমেদকে অাহত অবস্থায় উদ্বার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান।
এদিকে দূর্ঘটনার খবর শুনে বাংলাদেশ সাংবাদিক সমিতি কু্লাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো নাজমুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ অাহমেদ কু্লাউড়া হাসপাতালে অাহত সাংবাদিক সেলিম অাহমেদকে দেখতে যান। তাঁরা মোবাইলে জানান, চিকিৎসক জানিয়েছে অাহত প্রবাসী সাংবাদিক সেলিমের বাম হাতে গুরুতর অাঘাতপ্রাপ্ত প্রাথমিক ধারনা হাত ভেঙ্গে গেছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট জানার পর বুঝা যাবে।
কু্লাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অাবাসিক মেডিকাল অফিসার ডাঃ জাকির হোসেন সাংবাদিক অাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com