আপডেট

x


কুলাউড়ায় ভেস্টিজ মার্কেটিং কোম্পানী লিমিটেডের প্রশিক্ষণ অনুষ্টিত

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৮:৫৩ অপরাহ্ণ | 2557 বার

কুলাউড়ায় ভেস্টিজ মার্কেটিং কোম্পানী লিমিটেডের প্রশিক্ষণ অনুষ্টিত

021487

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ  কুলা্উড়ায় ভেস্টিজ মার্কেটিং কোম্পানী লিমিটেডের উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্টিত।  ডাইরেক্ট সেইলিং কোম্পানি, ওয়ার্ল্ড রেংকিং এ ৮৩ তম অবস্থানে, এশিয়া রেংকিং এ প্রথম অবস্থানকারী ভেস্টিজ মার্কেটিং কোম্পানি লিঃ কর্তৃক কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে দুপুর ৩ ঘটিকার সময় ভেস্টিজ লিডার ইমাম হাসানের সভাপত্বিতে ও ভেস্টিজ বেঙ্গল ইউনিট বাংলাদেশের অন্তভূক্ত সিলেট বিভাগীয় প্রধান রেজাউল আম্বিয়া রাজুর পরিচালনায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে ভেস্টিজ গ্রুপের প্রধান আলোচক ছিলেন ভেস্টিজের ক্রাউন ডাইরেক্টর মারুত কুমার ঘোষ, বিশেষ আলোচক ছিলেন ব্রোন্জ ডাইরেক্টর আক্কাস আলী লস্কর, ইছহাক আলী রিপন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, কুলাউড়া ও জুড়ি উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক আপেল মাহমুদ, কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ পাটোয়ারী, কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক আব্দুর রহিম, উপস্থিত ছিলেন সাংবাদিক ছয়ফুল আলম সাাইফুল, এইচডি রুবেল, ভেস্টিজ লিডার আমিনুল ইসলাম রিয়াদ, মুছলেহ উদ্দিন, সামছু উদ্দিন বাবু, শিউলি বদ্য প্রমুখ।



50962054_2216448855270872_5416447050134847488_n

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com