আপডেট

x


কুলাউড়া স্টেশনে চলন্ত পারাবতে উঠতে গিয়ে হাত-পা হারালেন এক বৃদ্ধ

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | ১০:৪৯ অপরাহ্ণ | 250 বার

কুলাউড়া স্টেশনে চলন্ত পারাবতে উঠতে গিয়ে হাত-পা হারালেন এক বৃদ্ধ

কুলাউড়া রেলওয়ে জংশনে চলতি ট্রেনে উঠার সময় চাকার নিচে পড়ে এক বৃদ্ধের বাম হাত ও বাম পা কাটা গেছে। সোমবার ৫ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই বৃদ্ধ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার তোয়াকুল মিয়া (৬০)।

স্টেশন মাষ্টার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ছাড়ার সময় ওই বৃদ্ধ দৌড়ে ট্রেনে উঠার চেষ্টা করছিল। এ সময় ট্রেনের হাতল থেকে হাত ছুটে গেলে ভারসাম্য হারিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যান তিনি। এরপর গুরুতর আহত অবস্থায় স্টেশন মাষ্টারের সহযোগিতায় স্থানীয় লোকেরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।



কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন বলেন, চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে ওই বৃদ্ধের বাম হাত ও বাম পা থেঁতলে গেছে। তাই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাষ্টার মুহিব উদ্দিন আহমদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com