দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় কুলাউড়া পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ^জিৎ দাসের সভাপতিত্বে এবং সহ সভাপতি মাহফুজ শাকিলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুলাউড়া শাখার সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, জুড়ী টিএনএম একাডেমির উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, কুলাউড়া এনসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্ঠা এম মছব্বির আলী, আতিকুর রহমান আখই, নির্বাহী সদস্য মিন্টিু দেশোয়ারা, সাবেক সভাপতি সৈয়দ আশফাক তানভীর, শাহজালাল ইউডিয়াল স্কুলের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার ধর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিকদের অবাধ স্বাধীনতা দিয়েছেন। যা এর আগে এই স্বাধীনতা ভোগ করতে পারেন নাই। রিপোর্টার্স ইউনিটির প্রসংশা করে তিনি বলেন, আপনাদের কাছ থেকে কুলাউড়াবাসী সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে। যা কুলাউড়ার উন্নয়নে কাজে লাগবে। পরিশেষে বিগত কমিটির সভাপতি-সম্পাদক এবং আগত অতিথিদের রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com