কুলাউড়া বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাফাত উদ্দিনের দাফন সম্পন্ন
- আপডেটের সময় : ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
- / ১১৮৭ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ¦ মো. শাফাত উদ্দিন আহমদ শনিবার ১৯ জানুয়ারি রাতে ইন্তেকাল করেছেন। (ইন্না.. উন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
রোববার ২০ জানুয়ারি বেলা ২টায় মরহুমের কর্মস্থল কুলাউড়া বালিকা বিদ্যালয়ে প্রথম জানাযা এবং বেলা ৩টায় গ্রামের বাড়ি জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া ঈদগাহ মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
প্রয়াত প্রধান শিক্ষক শাফাত উদ্দিন আহমদ এর নেতৃত্বে ১৯৯৬ সালে গার্লস স্কুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্টান হিসেবে স্বর্নপদক, পরের বছর বৃক্ষরোপনে রৌপ্য পদক লাভ করে। উনার বড় ছেলে প্রেসক্লাব কুলাউড়ার সাবেক সভাপতি কয়ছর রশীদ দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার ছিলেন। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী ও কুলাউড়া বাংলাদেশি এসোসিয়েশন ইউএসএ’র সহ সাধারণ সম্পাদক। ছোট ছেলে লিটল ম্যাগাজিন কামরাঙার সম্পাদক কামরুল হাসান।
মরহুমের জানাযায় অংশ নেন সাবেক এমপি এমএম শাহীন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আমান উল্লাহ, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম শফি আহমদ সলমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনসহ রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।