আপডেট

x


কুলাউড়া পৌর কাউন্সিলর খোকন সংক্ষিপ্ত সফরে দুবাই পৌচেছেন

বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৯:২৫ অপরাহ্ণ | 1194 বার

কুলাউড়া পৌর কাউন্সিলর খোকন সংক্ষিপ্ত সফরে দুবাই পৌচেছেন

ছয়ফুল আলম সাইফুল মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজীপুরের কৃতী সন্তান মনজুর আলম চৌধুরী খোকন ও কুলাউড়া পৌর সেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ন আহবায়ক সুরমান আহমেদ সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত কুলাউড়ী প্রবাসীদের আমন্ত্রণে এক সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাত (দুবাই) পৌচেছেন।গতকাল (মঙ্গলবার) রাত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। তারা সেখানে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ছাড়া ও সেখানখার বিভিন্ন অনুস্টানে উপস্থিত থাকার কথা রয়েছে। সংক্ষিপ্ত সফর শেষে তারা দেশে ফিরবেন। সময় স্বল্পতার কারনে সবাইকে বলে যেতে না পারায় দুঃখ প্রকাশ করে সকলের দোয়া চেয়েছেন কাউন্সিলর মনজুর আলম চৌধুরী খোকন ও কুলাউড়া পৌর সেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ন আহবায়ক সুরমান আহমেদ।

51515980_261011748125061_2597203471631384576_n



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com