কুলাউড়া ছাত্র কল্যাণ পরিষদের উপজেলা কমিঠি গঠন
- আপডেটের সময় : ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
- / ১৩৫৩ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মো: আব্দুল লতিফকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু ছাত্র কল্যাণ পরিষদের কমিঠি গঠন করা হয়েছে। গত ৮ জুন আধুনিক ডাক বাংলোয় সর্বসম্মতিক্রমে তাদেরকে নির্বাচিত করা হয়।
সংগঠনের অন্যান সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম সাতির, তফাজ্জুল হোসেন শিমরান, লোকমান মেহেদী, তানভীর মাহতাব ফাহিম, নজরুল ইসলাম, মোহাম্মদ আলী রাশেদ, ফাইজুল বাশার, সায়েখ আল ওয়াহী, হোসাইন আহমদ পারভেজ, মো: আব্দুল্লাহ আল মাছুম,মো: আবু ছাঈদ, আব্দুল আহাদ, আব্দুল মজিদ উজ্জ্বল, শাহাদত আলী, জিল্লুর রহমান, ফখরুল ইসলাম মাহিন, ফয়জুল হক,
মাহিদুল ইসলাম অনি, ইলিয়াছ আলী, তালুকদার ফারহান মুবিন, অনি চৌধুরী, রুয়েল আহমদ, বিপ্লব দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক তানিম চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান,রিফায়েত ইসলাম মাহী, জুনেদ আহমদ, মাহবুবুর রহমান রহমান, অালী সিদ্দিকি,দিলিপ মোহন কর, রিপন বখ্স, মাজেদুল ইসলাম সায়মন, জাকিরুল ইসলাম জাকারিয়া,আবির আহমদ অঙ্গন, শাহিন আহমদ, কাওছার আহমদ, ফরিদ আহমম, শাহ আলম,ইমতিয়াজ রুবেল,আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুমেল ইসলাম রিংকু, ইমতিয়াজ আহমদ কামাল, জাহিদুর রহমান জুসেফ, আব্দুল্লাহ আল মাসুদ, ময়নুল ইসলাম পায়েল, আরফিন শুভ, তানভীর আহমদ, সায়েম হাসান, অাব্দুস সামাদ, আরাফাত সানি,শাহনেওয়াজ তাসিনন,রিহাব আহমদ, দেলওয়ার হোসেন আল আমিন, শাহান আহমদ, ত্রাণ ও পুনবার্সন সম্পাদক আনোয়ার হোসেন সাজু, সহ- ত্রাণ ও পুনবার্সন সম্পাদক আব্দুর রহমান সিপু, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন আহমদ, কাজল বিশ্বাস, শ্রম ও কল্যাণ সম্পাদক শাফিন রহমান পলক, সহ- শ্রম ও কল্যাণ সম্পাদক নাবিল ইবান, সমাজকল্যাণ সম্পাদক সাব্বির আহমদ, সহ- সমাজকল্যাণ সম্পাদক নীরব হাসান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আসলাম ফুয়াদ,সহ- তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক চয়ন ধর, সহ- শিক্ষা ও সাহিত্য সম্পাদক রায়হান রুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিমল কুমার ঘোষ, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অপু আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নাজিম আহমদ, সহ- সাংস্কৃতিক সম্পাদক সুজন কুমার দাস, ছাত্র বিষয়ক সম্পাদক মাহফুজ হামিদ, সহ- ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সাহেলসহ ১৪১ সদস্য বিশিষ্ট কমিঠি করা হয়েছে।