আপডেট

x


কুলাউড়া আনন্দ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সাফল্য

সোমবার, ১১ নভেম্বর ২০১৯ | ৯:২৩ অপরাহ্ণ | 305 বার

কুলাউড়া আনন্দ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সাফল্য

রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায়্ আগমনরে শত বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় কুলাউড়া আনন্দ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের কৃতিত্বরে ধারবাহিকতা রখেছেে। কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে গত ৩নভম্বের আয়োজিত চিত্রাংকন, রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আনন্দ বিদ্যাপীঠের ১০জন ছাত্র ছাত্রী অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে পুরস্কার লাভ করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন অনুশী পাল ৪র্থ শ্রেণী, মাহবীর মজিদ, নিলয় মজুম দার,রুপম দাস ৩য় শ্রেণী,সংহতা দেব রুপা,দীপ্তা পাল, অনুপমা দেব প্রমি (ক শাখা) অর্চি দেব ১ম শ্রেণী, মেহজাবিন বারী ইয়ামিন নার্সারী।

উল্লেখঃ ছাত্র ছাত্রীরা পুরস্কার লাভ করায় স্কুলের রবীন্দ্রনাথ ঠাকুর শত বার্ষিকী উৎযাপন কমিটির আহবায়ক সাবেক সচিব আব্দুর রউফ ও সংশ্লিস্ট সকলকে আনন্দ বিদ্যাপীঠ এর অধ্যক্ষ ধন্যবাদ জানান।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com