কুলাউড়ায় ৯৫ ব্যাচের উদ্যোগে সংবর্ধনা
- আপডেটের সময় : ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ৫৬৩ টাইম ভিউ
দেশদিগন্ত ডেস্কঃ কুলাউড়া উপজেলার ১৯৯৫ ব্যাচের উদ্যোগে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে কুলাউড়া ডি লাইট রেস্টুরেন্টে ব্যাচের অন্যতম সদস্য আব্দুল মুক্তাদির মনু ৫ম বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্টান সিতাংসু কুমার সুমিতের সৌজন্যে আয়োজন করা হয়। ব্যাচের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল কবীর রুহেলর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ব্যাচের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দেব,আমেরিকা প্রবাসী জাবেদ আহমদ, জাহাঈীর আলম সুমন সংবর্ধিত আব্দুল মুক্তাদির মনু, আব্দুর জব্বার, লতিফ খান আলতা, সিতাংসু কুমার সুমিত,তপন কুমার দেব,নুরুল ইসলাম মঞ্জু,মোঃ তাজুল ইসলাম,রুকর আহমদ,লিটন সাকি,খোকন আবু সাহেদ,সাইফুল ইসলাম রাজু,স্বপন কুমার দাস,দূর্গা প্রসাদ ভট্টাচার্য্য মিংকু প্রমূখ। রাত বাড়লে অনুষ্ঠানস্থলে লিটন সাকির গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে।