কুলাউড়া উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মাঝে ২৫ হাজারের বেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। ২৬ জুলাই রোববার কুলাউড়া বনসম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক চারা বিতরণ করা হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে প্রায় ৫ হাজার চারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে বনজ, ফলজ ও ঔষধী গাচের চারা রয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এর আগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উপজেলা প্রশাসনের মাধ্যমে ২০ হাজার ৩২৫টি গাছের চারা বিতরণ করা হয়।
আনুষ্ঠানিক চারা বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া রেঞ্জ অফিসার রেজাউল করিম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস শহীদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সহ-সভাপতি ময়নুল হক পবন, সুহেল আহমদ ও শেখ রুয়েল আহমদ প্রমুখ।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com