আপডেট

x


কুলাউড়ায় ৪১৬ জন কৃষককে উপকরণ সহায়তা প্রদান

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ | ৩:৫৬ অপরাহ্ণ | 324 বার

কুলাউড়ায় ৪১৬ জন কৃষককে উপকরণ সহায়তা প্রদান

কুলাউড়ায় পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষক/কৃষাণীগনের মাধ্যমে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকরণ সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং কুলাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, নাজমুল হক, ধনেশ্বর বিশ্বাস, মো. আবু হানিফা, মো. কামরুজ্জামান ও রনজিৎ চন্দ্র, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, সাংবাদিক আবদুল আহাদ, আশরাফুল ইসলাম জুয়েল, সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এর কৃষি বিষয়ক প্রতিনিধি হোসেন মনসুর প্রমুখ।



এদিকে ১৯-২০ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে আমন চাষিদের মধ্যে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসন এবং কুলাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একই সময় কৃষকদের হাতে আমন ধানের বীজ তুলে দেয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন দেশকে কৃষিতে সয়ংসম্পুর্ন করে তোলা। সে লক্ষ্যে কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নের ৪১৬ জন ক্ষুদ্র ও প্রান্তীক কৃষক/কৃষাণীগনের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে বেগুন, পুইশাক, মরিচ, লাউ, দেশী সীমসহ ৮ জাতের সবজি বীজ দেয়া হয়েছে। এছাড়াও বেড়া এবং সার-কীটনাশক কেনার জন্য প্রত্যেক কৃষকের হাতে ১৯৩৫ টাকার চেক তুলে দেয়া হয়। এসব কৃষকদেরকে পরামর্শ দেয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন। #

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com