আপডেট

x


কুলাউড়ায় ৩য় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় তরুন সংঘ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | ১০:২০ অপরাহ্ণ | 322 বার

কুলাউড়ায় ৩য় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় তরুন সংঘ

কুলাউড়ায় আরো ৩০ টি পরিবারের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রেছে জাতীয় তরুন সংঘ।
প্রাচীন এই সংগঠনটি গত রবিবার (১৯ এ‌প্রিল) গাজিপুর ও হিংগাজিয়া এলাকায় অসহায় মানুষ‌দের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন জাতীয় দলের ক্রিকেটার গাজীরের কৃতি সন্তান আবুল হাসান রাজু, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, সিপিএর সাবেক সদস্য গাজীপুর চা বাগান কর্মকর্তা বিপ্লব সরকার সিলেট বেতারের শিশু শিল্পী বিচিত্রা সরকার প্রমুখ।



‌জাতীয় তরুন সংঘের সভাপতি আবুল খয়ের জানান দেশে বিদেশে থাকা আমাদের সংঘঠনের সদস্য সহ যোগিতায় আমরা এ খাদ্য সামগ্রী বিতরণ ক‌রিছি। আগামী‌তেও বিপদ গামী মানু‌ষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংঠনের সাধারণ সম্পাদক জৌতি বিকাশ দে ও সদস্য বৃন্দরা এ খাদ্য সামগ্রী পৌছে দেন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com