কুলাউড়ায় ২ মেট্রিক টন রাবারসহ ৫ জনকে পাকড়াও
- আপডেটের সময় : ১০:১১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
- / ৯৭৭ টাইম ভিউ
কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের রাবার বাগান থেকে চুরি করে পাচারের সময় গাড়ি বোঝাই ২ মেট্রিক টন রাবারসহ ৫জনকে আটক করেছে বাগানের আনসার সদস্যরা। পরে তাদের তাদেরকে কুলাউড়া থানায় সোপর্দ করেছে। এব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা হয়েছে।
কুলাউড়া থানা ও রাবার বাগানের আনসার সুত্রে জানা যায়, গত ০৩ মার্চ রোববার রাত সাড়ে ৯টায় ভাটেরা রাবার বাগান থেকে একটি পিকআপ বোঝাই করে রাবার চুরির সময় কর্তব্যরত আনসারের হাতে ৫ রাবার চোর আটক হয়। আটককৃতরা হলেন- বরমচাল ইউনিয়নের আলীনগরের বাসিন্দা আব্দুল বাছিত ও আমিনুর, কুলাউড়া পৌরসভার লস্করপুরের বাসিন্দা ইমরান মিয়া, ফুরকান মিয়া ও কুলাউড়া সদর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রব কাজল।
এসময় ২ মেট্রিক টন রাবার বোঝাই পিকআপ (নং- ঢাকা মেট্রো ন- ১৫-৬৩৩৪) আটক করা হয়। এরা দীর্ঘদিন থেকে রাবার চুরির সাথে জড়িত ছিল বলে জানায় আনসার। আটককৃতদের কুলাউড়া থানায় সোপর্দ করা হলে সোমবার ০৪ মার্চ থানা পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাবার বাগানের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা (নং- ০৩ তাং ০৩/০৩/১৯) হয়েছে।#