আপডেট

x


কুলাউড়ায় হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর প্রবাসী সংবর্ধনা

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭ | ৪:২৬ অপরাহ্ণ | 995 বার

কুলাউড়ায় হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর প্রবাসী সংবর্ধনা

হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে উত্তরবাজার কুলাউড়াস্থ জীবনবীমা কর্পোরেশন কার্যালয়ে পরিষদের অন্যতম উপদেষ্ঠা মীর শহীদুর রহমান সাইস্তার প্রবাস গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাওর বাচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের উপজেলা সভাপতি ইউছুফ গণি কলেজের প্রভাষক ও মানবতার জন্য ভাষানী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধঅরণ সম্পাদক মোহাম্মদ মোতাহের হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধঅরণ সম্পাদক হাজী মোঃ আলাউদ্দিন।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি ভুকশিমইল ইউপি শাখার সভাপতি আপ্তাব উদ্দিন আহমদ, সহ সভাপতি ও ব্রাহ্মনবাজার জাপার সভাপতি জয়ণাল আবেদীন খান, ভুকশিমইল কলেজের প্রভাষক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মাষ্টার জহিরুল ইসলাম হাকিম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রহিম, প্রচার সম্পাদক ফরহাদ আহমদ, সহ প্রচার সম্পাদক কয়েছ আহমদ বটলাই, সুজেল আহমদ ও আলাল হোসেন, সদস্য হাজী পংকি মিয়া, ছালামত খান, আলাল খান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির সম্মানে স্মারকলিপি পাঠ করেন পরিষদের সাধঅরণ সম্পাদক আফতাব উদ্দিন আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মীর শহীদুর রহমান সাইস্তার সম্মানে হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর পক্ষে সম্মাননা ক্রেস্ট, স্মারকলিপি ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com