আপডেট

x


কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

বুধবার, ০২ অক্টোবর ২০১৯ | ১০:৫২ অপরাহ্ণ | 1067 বার

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ব্রাহ্মণবাজার-শমসেরনগর রোডে দ্রুতগামী লাইটেসের ধাক্কায় আজবর আলী (৪২) নামে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে।

০২ অক্টোবর বুধবার রাতে টিলাগাও ইউনিয়নের পাল্লাকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আজবর আলী টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামের মৃত এরফান আলীর ছেলে।



স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সন্ধ্যার কিছুক্ষণ পর কুলাউড়া-ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাল্লাকান্দি নামক স্থানে একটি দ্রুতগামী লাইটেস আজবর আলীর সিএনজি অটোরিক্সাকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার ট ১১-৪২৬৬) দুমড়ে মুচড়ে যায়। এতে চালক আজবর আলী মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যেই সিএনজি অটো চালক আজবর আলীর মৃত্যু।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুন আর রশীদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক হারুন আল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আজবরের পরিবার সিদ্ধান্ত নেবে ময়নাতদন্ত করবে কিনা? না চাইলে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ নিতে পারবে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com