আপডেট

x


কুলাউড়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে করোনা আক্তান্ত ব্যক্তির লাশ দাফন

বুধবার, ২৯ জুলাই ২০২০ | ৩:৪৪ অপরাহ্ণ | 190 বার

কুলাউড়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে করোনা আক্তান্ত ব্যক্তির লাশ দাফন

মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা ভাইরসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার করোনায় মারা যাওয়ার কথা গোপন রেখে স্বাভাবিক ভাবে দাফন সম্পন্ন করেছে। জানাজার নামাজে এলাকার অসংখ্য মানুষ অংশ নেন। পরে করোনায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।

২৮ জুলাই মঙ্গলবার  বিকেল তিনটার সময় সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে  গত ২৬ জুলাই করোনা পজেটিভ হয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। করোনায় আক্রান্ত ব্যক্তি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের বাসিন্দা।



কুলাউড়া হাসপাতাল সূত্র জানায়, রাত আটটায় শামসুদ্দিন হাসপাতাল থেকে টেলিফোনে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। পরে স্থানিয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন জানান, কুলাউড়া হাসপাতালের মাধ্যমে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়ী গেলে তারা তা অস্বীকার করেন। হাসপাতালের ছাড় পত্র দেখতে  চাইলে পরিবারের সদস্যরা জানান খোঁজে পাচ্ছেন না।ততক্ষণে মৃত ব্যাক্তির গোসল ও কাফনের কাপড় পড়ানো শেষ হয়ে যায়। তাই উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে জানাজার নামাজ সম্পন্ন করা কথা বলি।

শামসুদ্দিন হাসপাতাল সূত্র জানায়, তিনি গত ২৬ জুলাই করোনা পজেটিভ হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। ২৮ জুলাই বিকেল ৩টায় মারা যান।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com