কুলাউড়ায় শামসুল উলামা আল্লামা ফুলতলী(রহ:)’র ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্টিত
- আপডেটের সময় : ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ৪৯৯ টাইম ভিউ
কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা সদর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মোঃ আহসান উদ্দিনের সভাপতিত্বে ও মাহফিল পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। ২৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রধান বক্তার বক্তব্য রাখেন হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম,বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা আব্দুল লতিফ,ঢাকা মাদরাসা-ই দারুল হাবিবের অধ্যক্ষ হযরত মাওলানা মাসুম আহমদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সদর জামে মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রউফ।