মৌলভীবাজারের কুলাউড়ায় সকল ঝলপনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় এক যুগ পর উপজেলা যুবলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ সম্মেলনের উদ্ভোধন করেন।
সন্ধ্যায় ২য় অধিবেশন শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এবং ২৪৪ জন কাউন্সিলারের প্রত্যক্ষ ভোটে সভাপতি সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক মইনুল ইসলাম সবুজ নির্বাচিত হন। রাত ১০টায় জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ এ ফলাফল ঘোষনা করেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com