আপডেট

x


কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী ড. সাইফুল আলম চৌধুরীকে সংবর্ধনা

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:৪২ অপরাহ্ণ | 1451 বার

কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী ড. সাইফুল আলম চৌধুরীকে সংবর্ধনা

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার ডঃ সাইফুল আলম চৌধুরী দেশে আগমন উপলক্ষে গত বুধবার ৮১’ব্যাচ কুলাউড়া এনসি স্কুল এন্ড কলেজে সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুলাউড়া শহরের একটি চাইনিজ রেস্টেুরেন্টে ৮১’ব্যাচ কুলাউড়া এনসিস্কুল এন্ড কলেজে সংগঠনের কো-চেয়ারম্যান সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুজ্জামান সজলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮১’ব্যাচ কুলাউড়া এনসি স্কুল এন্ড কলেজ সংগঠনের সংবর্ধিত নেতা সংগঠনের সদস্য, যুক্তরাজ্যর বিশিষ্ট কমিউনিটি নেতা ড. সাইফুল আলম চৌধুরী, সংগঠনের কো-চেয়ারম্যান মৌলভীবাজার জেলা অনলাইন এসোশিয়েসনের জেলা সেক্রেটারী, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, সদস্য প্রভাষক সিপার উদ্দিন, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির, ডাঃ অমলেন্দু চক্রবর্তী (বিপুল), হাবিবুর রহমান সেলিম, ডাঃ রতিশ চক্রবর্তী, কবির আহমদ, স্বজন কুমার দেব,জয়নুল ইসলাম জুনেদসহ অন্যান্যরা। সংবর্ধিত ডঃ সাইফুল জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায় তাকে সম্মান জানানোর জন্য ৮১.ব্যাচ কুলাউড়া এনসি স্কুল এন্ড কলেজ সংগঠনের সকল বন্ধু বান্ধবসহ সুধীজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীরা সবসময় দেশ ও এলাকার কথা ভাবেন এবং চিন্তা করেন।



তিনি বলেন, এ সংগঠন বিভিন্ন সময়ে দেশ ও জাতির সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রনী ভুমিকা পালন করেছে এবং করে যাবে। তিনি তার পক্ষ থেকে এ সংগঠননের কার্যক্রমকে আরো গতিশীল করতে সহযোগিতার আশ্বাস প্রদান করে ভবিষৎতে জন সেবায় আত্মনিয়োগ করার আশাবাদ পোষন করেন।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com