আপডেট

x


কুলাউড়ায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা ও লুঙ্গি বিতরণ

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ | ৭:২৯ অপরাহ্ণ | 694 বার

কুলাউড়ায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা ও লুঙ্গি বিতরণ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়ায় সৈয়দ রাশিদ আলী ফাউণ্ডেনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা, লুঙ্গি ও তিনটি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। ২ জুলাই (মঙ্গলবার) বেলা আড়াইটার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকায় এই ছাতা, লুঙ্গি ও ঢেউটিন বিতরণ করা হয়। ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ যুবায়ের আলী, ইঞ্জি. জাকিরুল ইসলাম জাকারিয়া ও মৌলভীবাজার জেলার প্রথম শ্রেণীর একজন ঠিকাদার (নাম প্রকাশে অনিচ্ছুক) অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সাংবাদিক শাকির আহমদ, রাশিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নজির খান, লংলা রাশেদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী, সহ সভাপতি আব্দুল মতলিব, সম্পাদক আব্দুল মোত্তাকিম, যুগ্ম সম্পাদক শিক্ষক হাফিজ আব্দুর নুর, অর্থ সম্পাদক সৈয়দ আলী আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার, সহকারী শিক্ষক মাছুম আহমদ, রাশিদ আলী ফাউণ্ডেশনের সদস্য হাসিনা আক্তার, আছমা বেগম প্রমুখ।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com