ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়া উপজেলায় গত জুলাই মাসে ভারী বর্ষনে মনু নদীর প্রতিরক্ষা বাধে সৃষ্ট ভাঙ্গন মেরামত কাজ পরিদর্শন করেছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি। শনিবার বিকেলে হাজিপুর ইউনিয়নের কাউকাপন বাজারের প্রায় ৬ শত ফুট ও কঠারকোনা বাজারের হাসিমপুরের ১ শত ৫০ ফুট ভাঙ্গন মেরামত কাজ পরিদর্শনকালে এমপি উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশ দেন। এ সময় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী ১ মাসের মধ্যে কাজ সম্পন্নের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ খোরশেদ আলম,উপ-সহকারী প্রকৌশলী মোঃ সরওয়ার আলম চৌধুরী ও আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবাব আলী ওয়াজেদ খান বাবু, হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু,সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, টিলাগাও চেয়ারম্যান আব্দুল মালিক, হাজীপুর বিএনপি সভাপতি ফারুক আহমদ পান্না, কটারকোনা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইয়াকুব আলীসহ উভয় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্যগন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্যকে কাউকাপন এলাকায় বিকল্প স্থানে সপ্তাহিক হাট বসানো, হাসিমপুর ও কাউকাপন এলাকায় বিকল্প সড়ক চালু করা এবং কাউকাপন খেয়াঘাটে মনু নদীর উপর নতুনদের সেতু নির্মাণের দাবি জানালে তিনি এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।এছাড়া হাসিমপুর এলাকায় আরও ৫০ ফুট জাগা মেরামত করার ব্যাপারেও নির্দেশ দেন। তিনি কটারকোনা বাজারে নতুন শেড ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এর আগে বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাননীয় সংসদ সদস্যকে মোটর সাইকেল র্যালি করে এলাকায় নিয়ে আসেন।মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান,মনু নদীর প্রতিরক্ষা বাধে বল্লি ও বালির বস্তা ফেলে ভাঙ্গন মেরামতের কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। তিনি ১ মাসের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com