ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে মনু নদীর বাঁধে ঝকিপূর্ণ স্থানে ফাটল দেখা দিয়েছে । গত দুই দিনের ভারী বর্ষণে হাজীপুর ইউনিয়নের বাড়ইগাঁও ,মন্দিরা এবং হাসিমপুর এলাকার ঝুকিপূর্ণ স্থানে এসব বড় বড় ফাটল দেখা যায় ।১১ টি স্থানেরএসব ঝুকিপূর্ণ বাঁধে ফাটলের কারনে রয়েছে বন্যার আশংকা।
এ বিষয়ে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ বাছিত বাচ্ছু ঝুকিপূর্ণ স্থানের ফাটল এলাকা পরিদর্শন করে জানান ‘ঝুকিপূর্ণ বাঁধে ফাটল দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা থাকায় বাঁধ গুলি রয়েছে হুমকির মধ্যে । এসব বাঁধ ভাঙ্গে পানি প্রবেশ করলে হাজিপুর ইউনিয়ন সহ অনান্য ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি পরিদর্শন করে দু-এক দিনের মধ্যে ব্যাবস্থা নেওয়ার কথা জানান।
ঝুকিপূর্ণ বাঁধ এলাকার মনু বাজার, মাতাবপুর বা হামসিমপুর এলাকায় নদীভাঙ্গন দেখা দিলে হাজিপুর, পতনঊষার, রহিমপুর, কামারচাক এবং মুন্সিবাজার,ইউনিয়ন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাজিপুর ইউনিয়নের রহিমপুর বা বাড়ইগাঁও এলাকায় নদীভাঙ্গন দেখা দিলে হাজিপুর (আংশিক) কামারচাক, পতনঊষার ইউনিয়ন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।