কুলাউড়া উপজেলায় ৪টি নতুন ভোটকেন্দ্র বৃদ্ধি পেয়েছে। স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাচন অফিস যাচাই-বাচাই ও গণ শুনানি শেষে এসব কেন্দ্র বৃদ্ধি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
কেন্দ্রগুলো হল, সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের লালারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপুর ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলাউড়া পৌর এলাকার আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ভোটকেন্দ্র বৃদ্ধি প্রসঙ্গে কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবাল বলেন, সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দূর্গম এলাকা শরীফপুর ইউনিয়নে দুটি ও জনবহুল এলাকা পৌরসভা ও হাজীপুরে দুটি কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। মূলত ভোটার বেশি ও দূরত্বের কথা বিবেচনায় এনে কেন্দ্রগুলো বৃদ্ধি করা হয়েছে। নতুন চারটি ভোটকেন্দ্রসহ কুলাউড়া উপজেলায় সর্বমোট ৯৭টি ভোট কেন্দ্র রয়েছে।
আগামী ১৮ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচন থেকে এ ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হবে। #
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com