আপডেট

x


কুলাউড়ায় বর্ণিল আয়োজনে ‘আনন্দ শোভাযাত্রা’

সোমবার, ২৭ নভেম্বর ২০১৭ | ১:০০ অপরাহ্ণ | 1053 বার

কুলাউড়ায় বর্ণিল আয়োজনে ‘আনন্দ শোভাযাত্রা’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মাচের্র ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি পাওয়ায় কুলাউড়ায় এক আনন্দ শোভাযাত্রা পালন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী।



কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম মুসার নেতৃত্বে পুলিশ প্রশাসন, কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এরপর সকাল ১১ টার দিকে বের হয় যৌথ আনন্দ শোভাযাত্রা। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com