আপডেট

x


কুয়েত প্রবাসি শেখ নিজামুর রহমান টিপুর অর্থায়নে

কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

শুক্রবার, ০৩ নভেম্বর ২০১৭ | ১২:০৫ অপরাহ্ণ | 1028 বার

কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেট সরকারী কলেজ ও কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা প্রবাসী শেখ নিজামুর রহমান টিপু’ ক্রীড়া -সাংস্কৃতিক ও সামাজিক কাজে নিয়মিত ছিলেন সেই ছোট বেলা থেকেই ।আবাহনী সমর্থক গোষ্টী কুলাউড়া,আমরা “ক”জনা নাট্যচক্র সহ জাসাসে সক্রিয় ছিলেন ।
জীবনের তাগিদে কিংবা জীবন সাজাতে প্রবাসে পাড়ি জমালেও হৃদয় পড়ে থাকে দেশে সেখানে গিয়েও থেমে থাকেননি । আড্ডাবাজ হিসেবে পরিচিত টিপু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কুলাউড়াবাসীদের সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য গঠন করেন কুলাউড়া সমাজ কল্যাণ সংস্থা, কুয়েত এবং সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন ।কুলাউড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এইচ এস এসি জি -৫ প্রাপ্তদের বৃত্তি সংবর্ধিনা দেওয়া হয় ।

23163671_1467202423387479_252347695_n ১০ নং হাজীপুর ইউনিয়নের কৃতি সন্তান জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি ও সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টী’ যুগ্মসম্পাদক ,কুলাউড়া সমাজ কল্যাণ সমিতি কুয়েত’র সভাপতি শেখ নিজামুর রহমান টিপু উদ্যোগে জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি’র সভাপতি হাজী দোবায়ের আহমেদ, জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি’র সাধারন সম্পাদক আবুল হাসেম এনাম ও জালালাবাদ স্পোটিং ক্লাব কুয়েত’র সভাপতি মো: শওকত এর সহযোগীতায় কেওলাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয় । নছিরগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও ১০ নং হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সংগ্রামী যুগ্ম আহবায়ক ও নছিরগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ২ বারের সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল, বিশেষ অতিথি হাজীপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, হাজীপুর বিএনপি নেতা কুতুব হাজী, ১০ হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজু, হাজীপুর ছাত্রদেল সম্পাদক এম পাবেল আহমদ,হাজীপুর ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা, শেখ এমদাদুর রহমান, হাজীপুর ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা আজিজুর রহমান প্রমূখ সহ হাজীপুর বিএনপি ,সেচ্চাসেবক দল নেতৃবৃন্দ ।



23202042_1467203623387359_875538246_n

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com