কুলাউড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
- আপডেটের সময় : ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
- / ৩৭৪ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় ভাটেরা ইউনিয়নকে পরাজিত করে পৃথিমপাশা ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। তিনি প্রতিদ্বন্দ্বি উভয় দলের খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ান ও রানার্স আপ ট্রফি তুলে দেন।
ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী বাকর খান, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় উপজেলার পৃথিমপাশা ও ভাটেরা ইউনিয়ন। নির্ধারিত সময়ে খেলায় গোল শুন্য অবস্থায় শেষ হয়। পরে ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে ভাটেরাকে হারিয়ে পৃথিমপাশায় ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন হামিদুর রহমান চৌধুরী মুরাদ, রিয়াজ আহমদ ও শিপন মুসা আহমদ সুয়েট। ধারাবিবরণী রাখেন কাবুল পাল, সোহেল আহমদ, জামাল আহমদ, ময়নুল ইসলাম পংকি, রবিউ সানি মামুন, সাহেদুল ইসলাম সাগর।
উলেখ্য, অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপে কুলাউড়া উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নসহ মোট ১৪ দল অংশগ্রহণ করে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জেলা পর্যায়ের খেলায় পৃথক দুটি উদ্বোধনী ম্যাচে কুলাউড়া উপজেলার বালক ও বালিকা দল মুখোমুখি হবে রাজনগর উপজেলার বালক ও বালিকা দলের সাথে। মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বেলা ২টার দিকে ওই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।