কুলাউড়ায় প্রিমিয়ার ক্রিকেটে কাছুর কাপন ক্লাব চ্যাম্পিয়ন
- আপডেটের সময় : ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ১৮১০ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল: কুলাউড়ায় প্রিমিয়ার ক্রিকেট লীগে কাছুর কাপন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ৩১ মার্চ কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা ৩৩ রানে ইষ্ট কোষ্ট কুলাউড়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ন্যাশনাল স্পোর্টসের সহযোগিতায় প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলায় ইষ্ট কোষ্ট কুলাউড়া ক্রিকেট একাডেমি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে কাছুর কাপন ক্লাব ব্যাটিং করে নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইষ্ট কোষ্ট কুলাউড়া ক্রিকেট একাডেমী নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেটে ৮৫ রান সংগ্রহ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ আবুল লাইছের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সহকারি কমিশনার (ভূমি) সাদি উর রহিম জাদিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সিপিএর সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কয়ছর রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল, কুলাউড়া পৌর যুবলীগের আহবায়ক শাহীন আহমদ, আহবায়ক ফয়জুল হক লিটন, ক্রীড়া সংগঠক আক্তারুল আলম রুবেল, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, যুগ্ম সাধরণ সম্পাদক মোজাজ্জল হোসেন লিটন, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু, সিপিএ’র সাবেক সাংগঠনিক সম্পাদক ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, ক্রীড়া সংগঠক আব্দুল মালেক বাবু, সিপিএ এর সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, ক্রীড়া সংগঠক বেলায়েত হোসেন লাবলু, ক্রীড়া সংগঠক মাহবুব হাসান রানা, সাইদুল ইসলাম, সাব্বির আহমদ চৌধুরী প্রমুখ ।
বৃহৎ এই টুর্ণামেন্টে মোট ৩৯টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন দলের জনি ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়া ম্যান অব দ্যা টুণামেন্ট হন কাছুর কাপন দলের আলাল। ফাইনাল খেলা পরিচালনা করেন মুছা আহমেদ সুয়েট ও নুরুল ইসলাম।
উল্লেখ্য সকালে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে মাঠ পানিতে সয়লাব হয়ে যায় এবং একবারে খেলার অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকরা কঠোর পরিশ্রম করে মাঠকে খেলার উপযোগী করে তুলেন। অবশেষে সীমিত ওভারে খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।