করোনা উপসর্গের সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পাওয়া পজিটিভ ২ জনের মধ্যে ১ জন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যজন কুলাউড়া পি আইও কার্যালয়ের ১ কর্মকর্তা।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২৪১ জনে। এরমধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৯ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে তাঁর করোনা শনাক্তের রিপোর্ট এসেছে বলে জানান।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com