কুলাউড়ায় প্রাইভেট কার চাকা খুলে খাদে: ২ নারীর মৃত্যু ১ জন আহত
- আপডেটের সময় : ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫০৪ টাইম ভিউ
কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে ১৩ জানুয়ারি সোমবার রাত সাড়ে ৮ টায় গাড়ীর চাকা খুলে রাস্তার পাশে বিদ্যুতের খুটর সাথে ধক্কালেগে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের দুই জন এর মর্মান্তিক মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোহানা আক্তার (৪৫) ও তার ভাই অবঃপ্রাপ্ত শিক্ষক গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৫৫) গুরুতর আহত হন।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে জাহান তাদের মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতদের দেবর তোফায়েল আহমেদ চৌধুরী(৪৮) আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, বিকাল ৫টায় বাড়ী থেকে রোগী দেখার উদ্যেশে জুড়ী যাওয়ার পথে দূঘটনা ঘটে।
রাত ১০ টায় কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান, কুলাউড়া পৌর কমিশনার মনজুরুল আলম খোকন দুটি এম্বুলেন্স করে মরদেহর দুটি নিজ বাড়িতে নিয়ে আসেন।
মরহুমার জানাজার নামাজ আগামী কাল বিকাল ৪.৪৫ মিনিটের সময় কানিহাটি মহিলা মাদ্রাসায় অনুষ্টিত হবে।