আপডেট

x


কুলাউড়ায় নবান্ন উৎসব উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বুধবার, ১৫ নভেম্বর ২০১৭ | ৭:১৫ অপরাহ্ণ | 1037 বার

কুলাউড়ায় নবান্ন উৎসব উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বাঙালীর প্রাণের উৎসব নবান্ন উৎসব। বাঙালী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এটি। এদেশের মানুষের যারা অন্নের সংস্থান করেন, তাদের এই উৎসব। সরকারি নির্দেশে প্রথমবারের মত উদযাপিত হলেও এই উৎসব আরো বর্নিল এবং উৎসবমুখর হবে বলে কুলাউড়ায় আলোচনা সভায় বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার ১৫ নভেম্বর কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নবান্ন উৎসব অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। পরে এক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য  দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বি।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সিনিয়র মৎস্য অফিসার সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা ইয়াছমিন, পল্লী উন্নয়ন ও সমাজসেবা অফিসার শাহানারা পারভীন, এনসি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদির, ড. রজত কান্তি ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ সম্পাদক গৌরা দে প্রমুখ।#

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com