কুলাউড়ায় দেশী অস্ত্রসহ আটক দুই ডাকাত
- আপডেটের সময় : ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ৪০৩ টাইম ভিউ
কুলাউড়া থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার ১৯ জুলাই মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়ন থেকে এদের আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর এর নেতৃত্বে শরীফপুর ইউনিয়নে এক অভিযান চালায় পুলিশ। এসময় ইউনিয়নের বাগজুর এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ১ টি দেশীয় তৈরী পাইপগান এবং ১ রাউন্ড কার্তুজসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাহমুদ আলী ওরফে লিটন (৩৫) এবং আব্দুস ছত্তার ওরফে রাজু (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা দুজনেই একাধিক ডাকাতির মামলার পলাতক আসামী ছিলেন।#