আপডেট

x


কুলাউড়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প

রবিবার, ১০ নভেম্বর ২০১৯ | ৯:৪৩ অপরাহ্ণ | 189 বার

কুলাউড়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প

কুলাউড়ায় পাইওনিয়ার হসপিটাল সিলেট এর পৃষ্ঠপোষকতায় গ্রেটার সিলেট মিলেনিয়াম ব্যাচ ২০০০ এর আয়োজনে সংগঠক আব্দুল মোক্তাদির তুহিনের পারিবারিক ব্যবস্থাপনায়।
১০ নভেম্বর দিনব্যাপী কুলাউড়া কাদিরপুরস্থ আজদ মেম্বারের বাড়ীতে অনুষ্টিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প।

সিলেট উসমানী হাসপাতাল, পাইওনিয়ার হাসপাতাল ও কুলাউড়া সরকারী হাসপাতাল,কুলাউড়া চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগন চার শতাধিক মহিলা,পুরুষ ও শিশু রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।



সকালে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলাম শামিম।

এসময় উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী টাইটনিয়াম লিঃ এর এম ডি বদরুল ইসলাম,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল,গ্রেটার সিলেট মিলেনিয়াম ব্যাচ ২০০০ এর মীর্জা হুমায়ুন কবীর জনি,মারজান উল হক,শামীম সরকার,আশরাফুল আলম বিপ্লব,বেলাল,মোস্তাক,ফয়েজ,মুজিব সংগঠক সাইফুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।

চিকিৎসা প্রধান করেন ডাঃখুর্শেদা তাহমীন (সীমু),ডা: রিজওয়ানা রহমান (রুবি), ডাঃ শওকত উদ্দিন আহমদ,ডা: এস এম মাহফুজ আনোয়ার (অমিত), এমবি বি এস, বিসি এস স্বাস্থ্য ডাঃ মোঃজাকির হোসেন, ডাঃমোঃ তাজুল ইসলাম আসাদ,ডাঃ জাহান আহমেদ পরাগ, ডাঃ সাহেদ আহমদ,ডাঃ এম এ কাহ্হার, ডাঃআব্দুল মুমিত রুহান, ডাঃ অলিউর রহমান, ডাঃ ফয়সল আহমেদ, ডাঃ নওরিন কাসেম, বিশেষজ্ঞ ডাঃ এইচ সোহেল, ডাঃগবিন্দ,ডা: নজরুল ইসলাম

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com