ফের কুলাউড়াস্থ ভাটেরা এলাকায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ বুধবার (১১ অক্টোবর) বিকালে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুনাসের মো. রাসেল।
তিনি জানান, বুধবার বিকেল ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহি ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ভাটেরা রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আপাতত উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।
এদিকে গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে একটি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘন্টা বন্ধ ছিলো।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com