আপডেট

x


কুলাউড়ায় ট্রাক চাপায় কিশোরের মৃত্যু, চালককে গনধোলাই

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ | ১০:৫৪ অপরাহ্ণ | 291 বার

কুলাউড়ায় ট্রাক চাপায় কিশোরের মৃত্যু, চালককে গনধোলাই

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে ট্রাকচাপায় ২২ অক্টোবর বৃহস্পতিবার তানভীর হোসেন কাওছার (১৩) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক চালক সোহেল আহমদ (৩৫) কে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, ট্রাক বোঝাই একটি ট্রাক পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সম্মুখে বিকেল আনমানিক ০২ টায় বাইসাইকেল আরোহী কিশোর তানভীর হোসেন কাওছারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাক চালক সোহেল আহমদকে আটক করে গণধোলাই দিয়ে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করে এবং ট্রাক চালককে আটক করে কুলাউড়া থানায় নিয়ে যায়। ইট বোঝাই ট্রাক (নং মৌলভীবাজার ড ১১০৫২০) ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
নিহত কিশোর তানভীর আহমদ কাওছার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা গ্রামের দরিদ্র জহির আলীর পুত্র। সে রবিরবাজারে কাঠ মিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, শিশুর লাশ ময়নাতদন্তের মৌলভীবাজার মর্গে পাঠানো হবে। নিহত কিশোরের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com