দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল চলাকালে পুলিশ অভিযান চালিয়ে ৫ ছাত্রদল নেতাকে আটক করে। শনিবার ২৮ সেপ্টেম্বর তাদের জেলহাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, কুলাউড়া শহরে ছাত্রদলের কিছু নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনী এলাকায় গেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ছাত্রদল নেতা আব্দুস শহিদ রাসেল, আব্দুল মজিদ, সালমান ও শাওনকে গ্রেফতার করে। এঘটনার এসআই হারুন আল রশিদ কুলাউড়া থানায় একটি জিডি (নং ২৩২৬) দায়ের করেন।
কুলাউড়া থানার এসআই হারুন আল রশিদ জানান, স্টেশন চৌমুহনী এলাকায় ২০-৩০ জনের একটি দল প্রতিপক্ষের সহিত মারপিট করার জন্য মিছিল করে লাঠিসোটা নিয়ে বেআইনীভাবে জড়ো হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com