আপডেট

x


কুলাউড়ায় চায়নিজ কিচেন ক্লাবের উদ্বোধন

বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ | ১১:০৫ অপরাহ্ণ | 601 বার

কুলাউড়ায় চায়নিজ কিচেন ক্লাবের উদ্বোধন

বিজয়ের মাসে আধুনিতকতার ছোঁয়া নিয়ে ১৫ই ডিসেম্বর রোববার স্টেশন রোডে চায়নিজ কিচেন ক্লাবের উদ্বোধন। বিধান বৈদ্যের পরিচালনায় এই চায়নিজে থাকছে প্রতিদিন সকালে ৭টা থেকে ১১টা পর্যন্ত বুফে মাত্র ১২০ টাকায় ১৫টি আইটেম,তাছড়া রয়েছে হায় দ্রাবাদ বিরাণী,প্তাত্রাই নুডুস,স্কাই কিসেস,সি ফুড,ডায়বেটিস ফুড সহ,অৎনেটিস মাল্টি কোউজেন আরো অনেক নিজস্ব আইটেম রয়েছে এই চায়নিজে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ব্যবসায়ী কন্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক হাজী ময়নুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, দুকানের সত্তাধারীর পিতা বিমলেন্দু বৈদ্য, সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন,ব্যবসায়ী কন্যাণ সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী কাবুল পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল,সাংবাদিক শরিফ আহমেদ,আটিস্ট আতাউর রহমান আতা,ফটো সাংবাদিক জুয়েল দেব,সাবেক ওয়ার্ড সম্পাদক কামাল আহমেদ, সদস্য জালাল আহমদ সহ অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। উল্লেখঃ পৌর শহরের থনা চৌমুহুনী রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত মনোরম পরিবেশে প্রতিষ্ঠানে রয়েছে বাংলাদেশের শোনাম ধন্য ৩ জন শেফ, তাদের মধ্যে অন্যতম শেফ মোঃ শাহাদাত হোসাইন ২০০৭এ ঢাকা শেরাটনের শেফের দ্বায়িত্ব পালন করেন, ২০০৮ এ দুবাই মাষ্টার শেফ চ্যাম্পিয়ান হন, ২০০৯ এ ওর্য়াল্ড মাষ্টার শেফ ফাইনাল রাউন্ড,২০১০ ফিফা ওয়াল্ডাকাপে হেড শেফ ও সাউথ আফ্রিকা, ১০১১ -২০১২,-২০১৪টি-২০ আইসিসি ওয়াল্ডা কাপ শেফ, কালার ফ্লেবার ডিক্স উপর এশিয়া চ্যাম্পিয়ান, ২০১৬ সালে চায়নায় জি ২০ সম্মেলনে শেফ,এবং বিপিএল-এ নিয়মিত শেফের দ্বায়িত্ব পালন করছে বলে যানা যায়। এ ছাড়াও প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, এই প্রতিষ্ঠানে দ্রুত সার্ভিসের জন্য রয়েছেন ৭ জন দক্ষ উয়েটার ২ জন ম্যানেজার,১ জন সিকিউরিটি গার্ড সহ মোট ১৩ জন কর্মচারি।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com