কুলাউড়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক গণসচেতনতা বৃদ্ধি ভুমিকা শীর্ষক কর্মশালা
- আপডেটের সময় : ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
- / ১৩১৫ টাইম ভিউ
কুলাউড়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক গণসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের ভুমিকা শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর বিচারব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ অর্থায়নে গত এক বছরে মৌলভীবাজার জেলার ৪টি উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত এক বছরে এ চারটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১ হাজার ৯৯টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৭১৮টি মামলা নিষাপত্তি হয়েছে।
উপজেলাওয়ারি এর পরিসংখ্যান হলো কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে মামলা দায়ের হয়েছে ২৫০টি, নিষ্পত্তি হয়েছে ১৭৬টি। বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে মামলা হয়েছে ৩৬২টি, নিষ্পত্তি হয়েছে ২৬২টি। শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে মামলা হয়েছে ১৭৫টি, নিষ্পত্তি হয়েছে ১২৯টি। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে মামলা হয়েছে ৩০৯টি, নিষ্পত্তি হয়েছে ১৫১টি।
ইউএনডিপি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মাহাবুব উল আলম এর উপস্থাপনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন ও সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল আবু ইউছুফ, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ¦ মো. শফি আলম ইউনুছ, কুলাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতান আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও এম. শাকিল রশিদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী সুফিয়া খাতুন ও গ্রাম আদালত সহকারী নাজমিন বেগম, অর্না আচার্য্য ও নাসির উদ্দীন চৌধুরী । কর্মশালায় মোট ১৮টি এনজিও, ৬টি সরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#