কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। রবিবার উদ্ধার করা ওই গৃহবধু আকবর হোসেন খোকনের স্ত্রী ফারজানা আক্তার মিতু।
জানা যায়, কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা আকবর হোসেন খোকন ও তার স্ত্রী ফারজানা আক্তার মিতু শনিবার রাতে একই রুমে শুয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে খোকন তার স্ত্রীকে রুমে না পেয়ে পাশের রুমে খুজতে গিয়ে দেখেন স্ত্রীর দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রতিবেশীদের অভিমত, নিহত ফারজানা আক্তার মিতুর পিতার বাড়ি নরসিংদীতে। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবত নানা বিষয়াবলি নিয়ে মনোমালিন্য চলছিলো। প্রায় সময় তাদের ঝগড়াঝাটির শব্দ পেতেন তারা।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com