কুলাউড়ায় কমিউনিস্ট পার্টির সমাবেশ
- আপডেটের সময় : ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
- / ৪৯৩ টাইম ভিউ
কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি:: কৃষক শ্রমিক মেহনতি জনগনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা শাখা।
সোমবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রতাব সিংএর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব কবির মিন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সাবেক জেলা সিপিবির সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, সদস্য সুমন মিত্র, আব্দুল বাছিত শাহিন, আব্দুল মালিক, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি ফজলুল হক প্রমুখ।
পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং ক্ষমতাসীন দলের অংগসংগঠনসমূহের নেতাকর্মীদের প্রত্যক্ষ যোগসাজশে ক্যাসিনো বাণিজ্য সহ সর্বস্থরের অবাদ দুর্নীতি লুটপাটের প্রতিবাদে সিপিবি যখন সারা দেশব্যাপী শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তখনি সরকারের পেটুয়া বাহিনী সহ ক্ষমতাসীনদের সন্ত্রাসীরা বর্ষিয়ান নেতাদের উপর হামলা করতেও দ্বিধাবোধ করছে না। দেশের পরিস্থিতির উপর নিয়ন্ত্রণহীন সরকারের টলটলায়মান অবস্থার বহিঃপ্রকাশ হচ্ছে এই হামলা, কিন্তু ওরা জানে না সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে, হামলা করে কমিউনিস্টদের আন্দোলন সংগ্রাম দমন করা যায় না। বক্তারা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন জনগনকে সাথে নিয়ে কমিউনিস্ট পার্টি দেশব্যাপী তীব্র গনআন্দোলন গড়ে তুলবে হুশিয়ারি উচ্চারণ করেন।