আপডেট

x


কুলাউড়ায় এলপি গ্যাস ওমেরার রিটেইলর সন্মোলন অনুস্টিত

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ | ৮:১১ অপরাহ্ণ | 360 বার

কুলাউড়ায় এলপি গ্যাস ওমেরার রিটেইলর সন্মোলন অনুস্টিত

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়ার কৃতি সন্তান দেশের অনত্যম বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্টান এলপি গ্যাস ওমেরার বার্ষিক রিটেইলর সন্মোলন ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে অনুস্টিত হয়। ওমেরা কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক অঞ্চলের ডিলার তরুন উদিয়মান ব্যবসায়ী সুরমান আহমদের সঞ্চালনায় অনুস্টানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। সাধারন সম্পাদক ময়নুল ইসলাম শামিম। ওমেরা পেট্রলিয়ামের সিলেট এরিয়া ম্যানেজার গোলাম মুক্তাদির। মৌলভীবাজার সেলস অফিসার সাইফুর রহমান সাদ্দাম ও সিয়াম শাওক প্রমুখ। সন্মোলনে প্রায় ৮০ জন রিটেইলর ব্যাবসায়ী প্রতিনিধি অংশ গ্রহন করেন। অনুস্টান শেষে আগতদের জন্য ভূরিভোজন ও র‍্যাফেল ড্র অনুস্টিত হয়।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com