আপডেট

x


কুলাউড়ায় আবারো ট্রেন লাইনচ্যুত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | ১:৩৭ অপরাহ্ণ | 395 বার

কুলাউড়ায় আবারো ট্রেন লাইনচ্যুত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

কুলাউড়া প্রতিনিধি : ঢাকা-সিলেট রেললাইনের বরমচালে কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় আজ সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বরমচাল রেলস্টেশন থেকে জানানো হয়, রোববার (২৯ ডিসেম্বর) সারবাহী একটি ট্রেন ফেঞ্চুগঞ্জ থেকে সকালের দিকে ছেড়ে যায়। বরমচাল রেলস্টেশন পার হয়ে একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে মালবাহী ট্রেন সার নিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে কুলাউড়া উপজেলার বরমচালে ট্রেনটি লাইনচ্যুত হয়।



সিলেট থেকে থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে এবং দুই ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ জুন রাত সাড়ে এগারোটার দিকে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস একটি কালভার্ট পার হবার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। এই দুর্ঘটনায় ৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com