কুলাউড়ায় আবারও শুরু হলো আলোর পাঠশালা

- আপডেটের সময় : ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ৪৬৮ টাইম ভিউ
পথের ধারে বসতি, যেখানে যা পায় তাই খেয়ে জীবন ধারণ করা যাদের পেশা। রেল স্টেশনে কলোনিতে থাকা। সেই সকল সুবিধা বঞ্চিত পথশিশুদের কে আলোর পথে ফিরিয়ে আনতে শুরু হয় আলোর পাঠশালা। করোনা পরিস্থিতির কারণে শিক্ষাদান কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের পথ শিশুদের নিয়ে গত বছর শুরু হয় ব্যতিক্রমী সেই শিক্ষা দানের স্কুল। সাহসী,শিক্ষিত কয়েকজন আলোকিত মানুষ যারা তারুণ্যের শক্তিতে বলিয়ান সেই সোনার ছেলেরা মিলে গড়ে তোলে এই প্রতিষ্ঠানটি। যাদের অন্তরের আলো মিশিয়ে অবহেলিত পথকলিদের আলোর পথ দেখতে শুরু করে। সমাজের বঞ্চিত ও অবহেলিত বস্তির শিশু, রেল স্টেশনের কলোনির অনেক শিশু অক্ষর শেখানো ও বর্ণমালার সাথে আনন্দের মাধ্যমে পরিচিত করতে এ স্কুলের যাত্রা। কিন্তু করোনার কারনে বন্ধ হয়ে যাওয়া সেই আলোর পাঠশালায় আবার ও আলোর পথ দেখতে শুরু করেছে তারা।
এ সময় পথ শিশূদের সাথে উপস্থিত ছিলেন আলোর পাঠশালার মুখপাত্র আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল মাসুম।
আরোও উপস্থিত ছিলেন আলোর পাঠশালা সকল সদস্য শাকিল,সুহেল, ইয়াছিনুর রহমান নাঈম,অন্তর, হাসানুর রহমান চৌধুরী নবীন,ফজলু,বক্কর,হুসাইন,সাহান, আহমেদ সোহেল,কলি,রাজন,মনির,রিয়া,রুবেল,সুমন,তপ্ন,রাহী,প্রীতিমাহফুজ,নাঈম উপস্থিত ছিলেন।#