আপডেট

x


কুলাউড়ায় আইডিইবি’র গণ প্রকৌশল দিবস উদযাপন

বুধবার, ০৮ নভেম্বর ২০১৭ | ১১:২৩ অপরাহ্ণ | 754 বার

কুলাউড়ায় আইডিইবি’র গণ প্রকৌশল দিবস উদযাপন

কুলাউড়া উপজেলা ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) শাখার আয়োজনে বুধবার গণ প্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা আইডিইবি সভাপতি প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ আব্দুর রাকিবের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন এমপি মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদিউর রহিম জাদিদ, ওসি মোঃ শামীম মুসা,উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সাংবাদিক এম মাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ।

23434924_3219337438091655_7648809986259621810_n



এছাড়া উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের উপজেলা ম্যানেজার এম আওলাদ হোসেন,কুলাউড়া বিউবো গ্রীড সাব ষ্টেশন ইনচার্জ হরিপদ দাস, কুলাউড়া রেলওয়ে প্রকৌশলী আব্দুল আজিজ, পিআইও প্রকৌশলী শিমুল আলী প্রমুখ।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com