ঢাকা , শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব পর্তুগালে মানবিক সেচ্ছাসেবী সংগঠন “সদিচ্ছা ফাউন্ডেশন” এর লোগো সম্বলিত টি শার্ট উন্মোচন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস

কুলাউড়ায় অসহায় মানু‌ষের মা‌ঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

নাজমুল বারী সোহেল ::
  • আপডেটের সময় : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
  • / ৫০৬ টাইম ভিউ

নাজমুল বারী সোহেল :: কুলাউড়ায় সমাজ‌সেবামূলক সংগঠন হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট এর উ‌দ্যো‌গে এবং সংগঠ‌নের চেয়ারম্যান কাতার প্রবাসী কমিউনিটি নেতা শাজাহান মিয়ার অর্থায়‌নে গরীব ও অসহায় মানু‌ষের মা‌ঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। ‌সোমবার (৩ জুন) বেলা ১২টার দি‌কে পৌর শহ‌রের আলালপুর এলাকায় প্রায় ২ শত ৫০ টি প‌রিবা‌রের সদস্য‌দের মা‌ঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ‌ সংগঠ‌নের উপ‌দেষ্টা ‌মো. মু‌হিব আলী মাস্টা‌রের সভাপ‌তি‌ত্বে এবং সংগঠক সোহেল আহম‌দের সঞ্চালনায় ঈদ খাদ্য সামগ্রী বিতর‌ণের পূ‌র্বে এক আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন সংগঠ‌নের উপ‌দেষ্টা ও কুলাউড়া উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

এসময় বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন সংগঠ‌নের উপ‌দেষ্টা ও জু‌ড়ি টিএনএম খানম ক‌লে‌জের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, প্রধান শিক্ষক আব্দুল বা‌ছিত, বাংলা‌দেশ সাংবা‌দিক স‌মি‌তি কুলাউড়া ইউ‌নি‌টের সভাপ‌তি মোক্তা‌দির হো‌সেন, ডাক্তার হেমন্ত চন্দ্র পাল, শ‌হিদুল ইসলাম তনয়, বাংলা‌দেশ ছাত্রলী‌গের কে‌ন্দ্রিয় সহ সম্পাদক সাঈদ খান শাওন, অনলাইন পোটাল প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ স‌মি‌তির ক্রীড়া ও সাংস্কৃ‌তিক সম্পাদক নাজমুল বারী সো‌হেল,সাংবাদিক শাকির আহমেদ অনলাইন পোটাল প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক কুলাউড়া ‌মোহাই‌মিনুল ইসলাম মা‌হিন। আ‌লোচনা সভার স্বাগত বক্তব্য রা‌খেন হাজী আপ্তাব আলী ফাউ‌ণ্ডেশ‌নের কোষাধ্যক্ষ ফারহান আহমদ। উল্লেখ্য, হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে প্রতি বছর অসহায় ও গরীব মানুষকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবছর শিক্ষার মানোন্নয়নে হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষার আয়োজন করে এই সংগঠন।

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ায় অসহায় মানু‌ষের মা‌ঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

আপডেটের সময় : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯

নাজমুল বারী সোহেল :: কুলাউড়ায় সমাজ‌সেবামূলক সংগঠন হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট এর উ‌দ্যো‌গে এবং সংগঠ‌নের চেয়ারম্যান কাতার প্রবাসী কমিউনিটি নেতা শাজাহান মিয়ার অর্থায়‌নে গরীব ও অসহায় মানু‌ষের মা‌ঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। ‌সোমবার (৩ জুন) বেলা ১২টার দি‌কে পৌর শহ‌রের আলালপুর এলাকায় প্রায় ২ শত ৫০ টি প‌রিবা‌রের সদস্য‌দের মা‌ঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ‌ সংগঠ‌নের উপ‌দেষ্টা ‌মো. মু‌হিব আলী মাস্টা‌রের সভাপ‌তি‌ত্বে এবং সংগঠক সোহেল আহম‌দের সঞ্চালনায় ঈদ খাদ্য সামগ্রী বিতর‌ণের পূ‌র্বে এক আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন সংগঠ‌নের উপ‌দেষ্টা ও কুলাউড়া উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

এসময় বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন সংগঠ‌নের উপ‌দেষ্টা ও জু‌ড়ি টিএনএম খানম ক‌লে‌জের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, প্রধান শিক্ষক আব্দুল বা‌ছিত, বাংলা‌দেশ সাংবা‌দিক স‌মি‌তি কুলাউড়া ইউ‌নি‌টের সভাপ‌তি মোক্তা‌দির হো‌সেন, ডাক্তার হেমন্ত চন্দ্র পাল, শ‌হিদুল ইসলাম তনয়, বাংলা‌দেশ ছাত্রলী‌গের কে‌ন্দ্রিয় সহ সম্পাদক সাঈদ খান শাওন, অনলাইন পোটাল প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ স‌মি‌তির ক্রীড়া ও সাংস্কৃ‌তিক সম্পাদক নাজমুল বারী সো‌হেল,সাংবাদিক শাকির আহমেদ অনলাইন পোটাল প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক কুলাউড়া ‌মোহাই‌মিনুল ইসলাম মা‌হিন। আ‌লোচনা সভার স্বাগত বক্তব্য রা‌খেন হাজী আপ্তাব আলী ফাউ‌ণ্ডেশ‌নের কোষাধ্যক্ষ ফারহান আহমদ। উল্লেখ্য, হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে প্রতি বছর অসহায় ও গরীব মানুষকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবছর শিক্ষার মানোন্নয়নে হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষার আয়োজন করে এই সংগঠন।