কুলাউড়ায় অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

- আপডেটের সময় : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
- / ৫০৬ টাইম ভিউ
নাজমুল বারী সোহেল :: কুলাউড়ায় সমাজসেবামূলক সংগঠন হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে এবং সংগঠনের চেয়ারম্যান কাতার প্রবাসী কমিউনিটি নেতা শাজাহান মিয়ার অর্থায়নে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) বেলা ১২টার দিকে পৌর শহরের আলালপুর এলাকায় প্রায় ২ শত ৫০ টি পরিবারের সদস্যদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা মো. মুহিব আলী মাস্টারের সভাপতিত্বে এবং সংগঠক সোহেল আহমদের সঞ্চালনায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জুড়ি টিএনএম খানম কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, প্রধান শিক্ষক আব্দুল বাছিত, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, ডাক্তার হেমন্ত চন্দ্র পাল, শহিদুল ইসলাম তনয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সহ সম্পাদক সাঈদ খান শাওন, অনলাইন পোটাল প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল,সাংবাদিক শাকির আহমেদ অনলাইন পোটাল প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক কুলাউড়া মোহাইমিনুল ইসলাম মাহিন। আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন হাজী আপ্তাব আলী ফাউণ্ডেশনের কোষাধ্যক্ষ ফারহান আহমদ। উল্লেখ্য, হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে প্রতি বছর অসহায় ও গরীব মানুষকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবছর শিক্ষার মানোন্নয়নে হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষার আয়োজন করে এই সংগঠন।