আপডেট

x


কুলাউড়ার হাজিপুরে ব্যবসায়ী বিধান চন্দ্র দে এর উদ্যোগে ১৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরন

রবিবার, ১২ এপ্রিল ২০২০ | ১১:২১ অপরাহ্ণ | 419 বার

কুলাউড়ার হাজিপুরে ব্যবসায়ী বিধান চন্দ্র দে এর উদ্যোগে ১৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরন

ছয়ফূল আলম সাইফুলঃ কুলাউড়া উপজেলারহাজিপুর ইউনিয়নের কাউকাপন বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও হাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দে এবং তার পুত্র সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ডাক্তার পলাশ চন্দ্র দে ও ব্যাবসায়ী পিনাক দে এর উদ্যোগে ত্রাণ বিতরন করা হয়েছে। ১২ এপ্রিল রোববার দুপুরে ইউনিয়নের কাউকাপন বাজারে দুটি ওয়ার্ডের গরীব,অসহায়, দিন মজুরদের মাঝে পিয়াজ,লবন,আটা,হলুদ ও মরিছ সহ ১৫০ জন পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরন করা হয়। হাজিপুর স্বপ্ন ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরন কালে এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীগ নেতা মাহমুদ আলী ফটিক, ইউপি সদস্য সাদেক আলী, সাবেক ইউপি সদস্য মোশাহীদ আলী, আসকন আলী, স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি আসলাম আলী, সহ সভাপতি সাহেদুজ্জামান অপু, সহ সভাপতি পিনাক দে, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত বাবু, ছাত্রলীগ নেতা রাহাতুজ্জামান রাজু, সদস্য শামসুজ্জামান সুজন, মারুফ আহমেদ জামাল,জুবের,মনির,মজনু ও সালমান সহ সংটনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com