কুলাউড়ার হাজিপুরে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু: ঘাতক পুত্র আটক
- আপডেটের সময় : ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ৩৫৫ টাইম ভিউ
কুলাউড়ায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু: ঘাতক পুত্র আটক
কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড বিলের পারের বখাটে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর বাবা তসিদ আলী (৬৫) মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত বখাটে ছেলে রকিব হাসানকে (৩৮) আটক করেছে কুলাউড়া পুলিশ।
১৫ মে রোববার ঘাতক ছেলেকে জেলহাজতে প্রেরণ করেছে ও লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হাজিপুর ইউনিয়নের বিলের পার গ্রামে গত ২১ এপ্রিল (১৯ রমজান) পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে তার বখাটে পুত্র রকিব হাসান মারপিট করে। এ ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। কিন্তু বখাটে রকিব আহত বাবার চিকিৎসা করতে দেয়নি। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে ১৪ মে শনিবার বিকেলে মারা যান।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত রকিব হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজমুল ইসলাম জানান, রোববার ১৫ মে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক পুত্র রকিব হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।