আপডেট

x


কুলাউড়ার শরীফপুর সীমান্ত থেকে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | ১০:৫৪ অপরাহ্ণ | 252 বার

কুলাউড়ার শরীফপুর সীমান্ত থেকে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী মনোহরপুর এলাকা থেকে শুক্রবার ২৭ সেপ্টেম্বর ৯শ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক বিশ্বজিৎ মালাকার (২৫)কে আটক করেছে র‌্যাব। সন্ধ্যায় তাকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার সম্মুখ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতের ত্রিপুরার উনকুটি জেলার ইরানী থানার কালিপুর নিবাসী মৃত দয়াময় মালাকারের ছেলে বিশ্বজিৎ মালাকারকে গ্রেফতার করা হয়। তার কাছে তল্লাশি চালিয়ে ৯শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।



কুলাউড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার এসআই শাহীন জানান, র‌্যাব সদস্যরা আসামী নিয়ে থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com